• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবসকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা ওয়াশিংটন ডিসির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ মার্চ ২০১৯, ১৮:৫০
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবসকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা দিলো যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি।

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার এই সংক্রান্ত ঘোষণা দেন বলে জানানো হয়েছে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে প্রকাশ করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে।

ঘোষণাপত্রটিতে বলা হয়, ওয়াশিংটনের মেয়র হিসেবে আমি এই বিশেষ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সব জনগণকে অভিনন্দন জানাচ্ছি এবং ২০১৯ সালের ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করছি।

আরও বলা হয়, এদিনে বাংলাদেশের জনগণ তাদের দেশের স্বাধীনতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের বীরত্ব স্মরণ করে।

এছাড়া ওয়াশিংটন ডিসির সাংস্কৃতিক বৈচিত্র্যে অবদান রাখায় এবং বিভিন্ন স্থানীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করায় বাংলাদেশের দূতাবাসকে ধন্যবাদ জানান মুরিয়েল বাউজার।

উল্লেখ্য, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির দীর্ঘ স্বাধিকার আন্দোলনের চূড়ান্ত লড়াইয়ের সূচনার কাল। ১৯৭১ সালের এ দিন থেকে শুরু হয় চূড়ান্ত মুক্তিযুদ্ধ। নয় মাস সম্মুখ যুদ্ধের মাধ্যমে লাখো প্রাণের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।

মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে সুখী-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে জাতি।

কে/এসএস

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের চোখে বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটার যারা
ট্রাম্প-কমলার ভোটের লড়াই, কার পক্ষে হলিউডের কোন তারকা?
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সফরে যাবে টাইগ্রেসরা
তওবা না করলে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না: হেফাজতে আমির