ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবসকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা ওয়াশিংটন ডিসির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯ , ০৬:৫০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবসকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা দিলো যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি।

বিজ্ঞাপন

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার এই সংক্রান্ত ঘোষণা দেন বলে জানানো হয়েছে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে প্রকাশ করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে।

ঘোষণাপত্রটিতে বলা হয়, ওয়াশিংটনের মেয়র হিসেবে আমি এই বিশেষ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সব জনগণকে অভিনন্দন জানাচ্ছি এবং ২০১৯ সালের ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করছি।

বিজ্ঞাপন

আরও বলা হয়, এদিনে বাংলাদেশের জনগণ তাদের দেশের স্বাধীনতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের বীরত্ব স্মরণ করে।

এছাড়া ওয়াশিংটন ডিসির সাংস্কৃতিক বৈচিত্র্যে অবদান রাখায় এবং বিভিন্ন স্থানীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করায় বাংলাদেশের দূতাবাসকে ধন্যবাদ জানান মুরিয়েল বাউজার।

উল্লেখ্য, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির দীর্ঘ স্বাধিকার আন্দোলনের চূড়ান্ত লড়াইয়ের সূচনার কাল। ১৯৭১ সালের এ দিন থেকে শুরু হয় চূড়ান্ত মুক্তিযুদ্ধ। নয় মাস সম্মুখ যুদ্ধের মাধ্যমে লাখো প্রাণের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে সুখী-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে জাতি।

কে/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |