বার্লিনে হামলাকারীকে ধরতে পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬ , ১২:৩৪ পিএম


বার্লিনে হামলাকারীকে ধরতে পুরস্কার ঘোষণা

বার্লিনের ক্রিসমাস মার্কেটে লরি হামলার ঘটনায় সন্দেহভাজন এক তিউনিসীয় নাগরিককে খুঁজছে জার্মান পুলিশ। ২৩ বছরের ওই যুবকের নাম আনিস আমরি। তার বিরুদ্ধে পুরো ইউরোপে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সে সঙ্গে আমরির সন্ধান দিতে এক লাখ চার হাজার ডলার (৮২ লাখ টাকা) পুরস্কারও ঘোষণা করেছে জার্মান কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

লরির ভেতরে চালকের আসনে তিউনিসীয় যুবকের পরিচয়পত্র পাবার দাবি করেছে পুলিশ। লরির ভেতরের সমস্ত জিনিসের ডিএনএ স্যাম্পল পরীক্ষা করা হচ্ছে। অস্থায়ী অনুমতি নিয়ে বৈধভাবে জার্মানিতে বসবাসকারী আনিসের সঙ্গে ইসলামি চরমপন্থীদের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডে মেযিয়ের জানান, অবশ্যম্ভাবি হামলাকারী না হলেও, সন্দেহভাজন হিসেবেই আনিস আমরির খোঁজে জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া প্রদেশে অভিযান চালাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন

এদিকে লরির ভেতরে যে মরদেহটি পাওয়া গেছে তিনিই লরির আসল চালক ছিলেন বলে জানা গেছে। গুলিতে নিহত ওই ব্যক্তি পোল্যান্ডের নাগরিক। লরির মালিক অ্যারিয়েল জুরাউইস্কিও পোল্যান্ডের নাগরিক। তিনি জানান, স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা থেকে তার লরিসহ চালক নিখোঁজ ছিলেন।

এফএস/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission