এক সপ্তাহ হলো কারিনা কাপুর ও সাইফ আলী খানের ঘরে তাদের প্রথম সন্তান তৈমুর আলী খানের আগমন হয়েছে। এরই মধ্যেই স্বরুপে ফিরেছেন বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী। ঘর থেকে বেড়িয়ে পড়েছেন কাছের বন্ধুরের সঙ্গে ক্রিসমাসের আনন্দ উদযাপন করতে।
বিজ্ঞাপন
অমৃতা অররা যে কিনা কারিনার খুব কাছের মানুষ হিসেবেই পরিচিত। ইন্সট্রাগ্রামে দেয়া ছবিতে কারিনার বোন কারিশমা ও মালাইকা অরোরাকে দেখা যায়। আর এ ছবিতে কারিনা টুকটুকে লাল পোশাকে হাস্যোজ্জ্বলভাবে ক্যামেরায় লুক দিয়েছেন।
এ অভিনেত্রীর ভক্তরা তো তার নতুন করে সিনেমায় ফেরার অপেক্ষায় আছেন। তবে কারিনার এ হাস্যোজ্জ্বল মুখই বলে দেয়, তাদের খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।
বিজ্ঞাপন
এইচএম/এফএস