কুষ্টিয়ার দৌলতপুর ডিগ্রী কলেজে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে কয়েকজন দুর্বৃত্ত কলেজ ক্যাম্পাসে ঢুকে রড ও লাঠি নিয়ে এ হামলা করেন বলে জানান কলেজ কর্তৃপক্ষ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ জানান, সম্প্রতি কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের সূত্র ধরে স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপ নিজেদের প্রার্থীকে অধ্যক্ষ করতে না পেরে এই হামলা চালিয়েছে।
তিনি আরো বলেন, কলেজের সিসি ক্যামেরা, বাউন্ডারি, লাইট, উপাধ্যক্ষের কক্ষে ভাঙচুর চালানো হয়। এসময় তারা কলেজের বিভিন্ন দরকারি জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। ঘটনাটি থানায় জানানো হয়েছে।
এ ঘটনায় কলেজের শিক্ষার্থী-শিক্ষকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এসজে/এসএস