তামিম ইকবালকে নিয়ে শঙ্কা কাটলো। কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে খেলছেন তিনি। বেসিন রিজার্ভে টেস্টটি শুরু বৃহস্পতিবার ভোর ৪টায়।
বুধবার সকালে ওয়েলিংটনে হাসপাতালে আঙুলের স্ক্যান করান তামিম। সুসংবাদ, তার আঙুলে খারাপ কিছু ধরা পড়েনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-২০তে কেন উইলিয়ামসনের ক্যাচ ধরতে যান টাইগার ড্যাশিং ওপেনার। তবে তা ধরতে পারেননি, উল্টো বাঁ হাতের বুড়ো আঙুলে আঘাত পান। এতে আঙুল ফুলে যায়। এ অবস্থা নিয়েই কয়েকদিন ঘুরে বেড়াচ্ছেন তিনি।
অবশ্য হাড়ে চিড় থাকলে যে রকম ব্যথা হবার কথা-তা ছিল না তামিম ইকবালের। তবে সমস্যা গুরুতর কি না তা নিশ্চিত হতেই স্ক্যান করান তিনি। পরে জানতে পারেন, এতে কোনো সমস্যা নেই। বুধবার বেসিন রিজার্ভের নেটে অনুশীলনও করেছেন।
ডিএইচ