ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

আবরার হত্যার ৩৬ ঘণ্টা পর কার্যালয়ে এসেছেন ভিসি

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০১৯ , ০৬:১৩ পিএম


loading/img
ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ৩৬ ঘণ্টা পর নিজ কার্যালয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য) অধ্যাপক সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে কার্যালয়ে এসে ভিসি প্রোভোস্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। এরপর শিক্ষার্থীরা তার কক্ষে তালা মেরে কার্যালয়ের সামনে বিক্ষোভ-অবরোধ পালন শুরু করে।

এর আগে মঙ্গলবার সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকাল ৫টার মধ্যে উপাচার্যকে ক্যাম্পাসে আসার আলটিমেটাম দেন। যদি এই সময়ের মাঝে তিনি না আসেন তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুমকি দেন  শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সোমবার হত্যাকাণ্ড হলেও ঘটনাস্থল শেরেবাংলা হলে আসেননি উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বারবার উপচার্যের সঙ্গে সাক্ষাতের কথা বললেও তা আমলে নেননি হল প্রাধ্যক্ষ। এমনকি সোমবার রাতে ক্যাম্পাসে আবরারের জানাজায়ও তিনি ছিলেন না তিনি। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |