ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

ড. ইউনূসকে ৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ , ০১:০০ পিএম


​নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ৭ নভেম্বরের মধ্যে দেশে ফিরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। গ্রামীণ কমিউনিকেশনসের চাকরিচ্যুত কর্মচারীদের তিন মামলায় এ নির্দেশ দেন আদালত। এছাড়া তাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ইউনুসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

বিজ্ঞাপন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান।

এর আগে হাইকোর্টের আরেকটি বেঞ্চ ২৪ অক্টোবর পর্যন্ত ড. ইউনূসকে গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছিলেন।

ড. ইউনূসের মালিকানাধীন ‘গ্রামীণ কমিউনিকেশনসে’র চাকুরিচ্যুত কর্মচারিরা তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছিলেন। গত ৯ অক্টোবর ওই মামলায় শুনানি শেষে ঢাকার শ্রম আদালত ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করে।

বিজ্ঞাপন

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ইয়াবা বিক্রি না করায় দুই মেয়ের সামনে বাবাকে উলঙ্গ করে মারধর (ভিডিও)
---------------------------------------------------------------------

মামলা সূত্রে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কমিউনিকেশনসে কিছু শ্রমিক ট্রেড ইউনিয়ন করতে চাইলে তাতে বাধা দিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত তিন শ্রমিক ড. ইউনূসসহ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপমহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীনকে আসামি করে মামলা করেন। মামলায় আসামিদের উপস্থিতির দিন ধার্য ছিল গত ৯ অক্টোবর। মামলায় অপর দুই আসামি নাজনীন সুলতানা ও খন্দকার আবু আবেদীন উপস্থিত থাকলেও বিদেশে অবস্থান করায় ড. ইউনূস উপস্থিত ছিলেন না। এ কারণে ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিলেন।

এসজে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |