ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বাবা-মায়ের ডিভোর্স, বিপদে পড়ে শিশুরা (ভিডিও)

মাইদুর রহমান রুবেল, আরটিভি

রোববার, ০৩ নভেম্বর ২০১৯ , ০৩:০০ পিএম


বিয়ে বিচ্ছেদে পুরুষ বা নারীর মুক্তি মিললেও বিপদে পড়ে যায় পরিবারের শিশুরা। প্রায়ই প্রতিকূল পরিবেশে লড়াই করে কুলিয়ে উঠতে না পেরে জড়িয়ে পড়ে অপরাধে। তাই বিশেষজ্ঞরা বলছেন, বিয়ে বিচ্ছেদ পুরোপুরি সমাধান নয়। সংসার ভাঙার আগে কাউন্সেলিং করতে পারলে অনেক বিয়ে বাঁচানো সম্ভব। 

বিজ্ঞাপন

সাধারণ মানুষের বিয়ে বিচ্ছেদ তেমনটা আলোচনায় আসে না যতটা আসে তারকাদেরটা। বছরজুড়ে তারকাদের বিয়ে বিচ্ছেদের খবরের আড়ালে আতঙ্কজনক হারে ভাঙে অনেকের সংসার।  

সংসার ভাঙলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। বাবা বা মা, যার সঙ্গেই থাকুক না কেন, দ্বিতীয় বিয়ের পর অবহেলা-বঞ্চনায় প্রায়ই বিপথগামী হয়ে পড়ে। 

বিজ্ঞাপন

পরিবারের ছোটখাটো সমস্যা শুরুতেই সমাধান করা না হলে শেষ পর্যন্ত তা ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। সন্তানের কথা ভেবে তাই, সংসার ভাঙার আগে বারবার চিন্তা করার পরামর্শ দিলেন মনোবিজ্ঞানী ডা. মোহিত কামাল।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ওসি মোয়াজ্জেমের মামলা ৪০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
---------------------------------------------------------------

নিজেদের ভুল নিজেদের চোখে ধরা না পড়া স্বাভাবিক। তাই, কোনও কাউন্সেলরের কাছে গেলে ভুলগুলো সামনে চলে আসতে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার।

বিজ্ঞাপন

সংসার টিকিয়ে রাখতে, উভয়কেই ছাড় দেয়ার মানসিকতা তৈরির পরামর্শ দিয়েছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সালমা আলী। 

সামাজিক অস্থিরতা দূর করতে বিয়ে বিচ্ছেদ নয়, পরস্পরের প্রতি সম্মান ও মতের প্রতি শ্রদ্ধাবোধ টিকিয়ে রাখতে পারে সংসার।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |