সৌদিতে নির্যাতনের শিকার হোসনা দেশে ফিরেছেন (ভিডিও)
সৌদি আরব থেকে বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠানো সেই হোসনা আক্তার দেশে ফিরেছেন।
হোসনাকে বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইট বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় দুপুর ২টায় ঢাকার উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি।
ব্র্যাকের অভিবাসন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান এই তথ্য জানিয়েছেন।
জানা গেছে, অ্যাম্বুলেন্সে করে তাকে এয়ারপোর্টের ভিআইপি গেট দিয়ে বের করা হয়। এরপর প্রবাসীকল্যাণ বোর্ডের বিশেষ টিমের সহায়তায় তাকে হবিগঞ্জে নিয়ে যাবে।
উল্লেখ্য, ভিডিওবার্তার মাধ্যমে নির্যাতনের বর্ণনা দিয়ে দেশে ফেরার আকুতি জানান সৌদি আরবে নির্যাতিত হোসনা। পরে হোসনাকে দেশে ফেরাতে উদ্যোগী হয় বাংলাদেশ সরকার। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল শ্রমকল্যাণ উইং হোসনাকে উদ্ধার করে সেইফ হোমে নিয়ে যান। সেইফ হোমে নেয়ার পর বুধবার রাতে তাকে দেশে পাঠানো হয়।
এসএস
মন্তব্য করুন