কোভিড-১৯ এর জাল সনদসহ গ্রেপ্তার ৪ জন রিমান্ডে
জাল কোভিড-১৯ সনদের সঙ্গে জড়িত গ্রেপ্তার সিন্ডিকেটের চার সদস্যকে রাজধানীর মুগদা থানায় দায়ের করা একটি মামলায় মঙ্গলবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রিমান্ডে নেয়া আসামিরা হলেন- ফজল হক (৪০), শরীফ হোসেন (৩২), জামশেদ (৩০) ও লিয়াকত আলী (৪৩)।
মুগদা থানার উপ-পরিদর্শক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ফয়সাল মুন্সী ভার্চুয়াল আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবীদের পৃথক জামিন আবেদনও আদালত নাকচ করে দেয়।
এর আগে সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জাল কোভিড-১৯ সার্টিফিকেট, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার এবং দুটি স্ক্যানারসহ চারজনকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনায় (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা দেয় আইইডিসিআর। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
পি
মন্তব্য করুন