‘মনে হয়েছে ১০ মিনিট, উপরে উঠে শুনি ১৩ ঘণ্টা পানির নিচে ছিলাম’ (ভিডিও)
সদরঘাটের শ্যামবাজারে লঞ্চডুবির ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া সুমন ব্যাপারী বলেন পানির নিচে যখন ছিলাম মনে হয়েছে ১০ মিনিট। কিন্তু পরে আমাকে উদ্ধার করে উপরে নিয়ে আসলে শুনি আমি পানির নিচে ১৩ ঘণ্টা ছিলাম।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে মিটফোর্ড হাসপাতালের করিডরে গণমাধ্যমের কাছে তার বেঁচে যাওয়ার ঘটনা এভাবে বর্ণনা করলেন।
উদ্ধার হওয়ার পর এখন সুমন ব্যাপারী সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা এখন বেশ ভালো আছে। ১৩ ঘণ্টা পুরো সময়টাতেই প্রার্থনা করে কাটিয়েছেন বলে জানান তিনি।
সুমন ব্যপারী আরও জানান, প্রথমে দিকে পেটে একটু পানি ঢুকলেও বাকি পুরো সময়টা নিরাপদে ছিলেন। আল্লাহপাক যা চায় তাই হয়। কারণ আমি তো ওইখানে মৃত্যুবরণ করতে পারতাম। পানির নিচে থাকা অবস্থায় পানি খেয়েছিলাম। কিন্তু প্রস্রাব করার পর পেট ক্লিয়ার হয়ে গেছে। এরপর উপরে উঠে আসি।
সোমবার (২৯ জুন) সকাল নয়টার দিকে রাজধানীর শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এমকে
মন্তব্য করুন