ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

রূপনগরে বিস্ফোরণ: বেলুন বিক্রেতার বিরুদ্ধে মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ , ১১:০৬ এএম


loading/img

রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে ৮ শিশু মারা যাওয়ায় ওই বেলুনবিক্রেতা আবু সাঈদের (৩০) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাত ৩টায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আরটিভি অনলাইনকে জানান, পুলিশ বাদী হয়ে বেলুনবিক্রেতা আবু সাঈদের বিরুদ্ধে দুটি ধারায় একটি মামলা দায়ের হরা হয়েছে। মামলার বিয়ষ হলো- অপরাধজনিত নরহত্যা তথা বিস্ফোরণ আইন। যার নম্বর ৩০। আবু সাঈদ বর্তমানে পুলিশি পাহারায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত আট শিশুর মৃত্যু হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৩০ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে রূপনগর ১১ নম্বর সড়কে বেলুনে গ্যাস ভরছিলেন এক ব্যবসায়ী। এ সময় হঠাৎ করেই বিস্ফোরিত হয় সিলিন্ডারটি। এতে ঘটনাস্থলেই ৫ শিশুর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও তিনজন। বৃহস্পতিবার সকালে আরও একজনের মৃত্যু হয়। আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন 

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |