গাড়ি মেরামতের আগেই টিকিট বিক্রি শেষ! (ভিডিও)
এখনও গাড়ি মেরামত চলছে গ্যারেজে। কিন্তু এরই মধ্যে টিকিট বিক্রি হয়ে গেছে। কি বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস্য এই ঘটনার সত্যতা মিলবে গ্যারেজগুলোতে গেলেই। এখানেই শেষ না, জোড়াতালি দেওয়ার পাশাপাশি মেরামতের সময় নিয়ম না-মেনেই বাড়ানো হচ্ছে গাড়ির আকার।
সিট বাড়লেই টাকা বাড়ে, সেই সূত্র কাজে লাগিয়ে গ্যারেজে গাড়ি মেরামতের সময়, অসাধুচক্র বাড়িয়ে নিচ্ছে যানবাহনের আয়তন। ফলে সড়কে হেলেদুলে চলতে গিয়ে গাড়ি ভারসাম্য হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।
গ্যারেজগুলোতে পরিত্যক্ত গাড়ি ঈদের সময় চলাচলের উপযোগী করতে শ্রমিকদের কর্মযজ্ঞ চলছে রাতদিন। ঈদ মৌসুমে ত্রুটিপূর্ণ এসব গাড়ি হাইওয়ে নামায় গতি ঠিক রাখতে না পেরে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন না নিয়ে গাড়ির আকার বাড়ানো অপরাধ বলে মনে করেন বিশেষজ্ঞরা। মুনাফালোভী পরিবহন মালিকদের এই ধরনের স্বেচ্ছাচারিতায় প্রাণ যায় নিরীহ যাত্রীদের।
ঈদে বাড়ি ফেরার সময় পুলিশের সতর্কতার কারণে দুর্ঘটনা কম হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতায় কর্মক্ষেত্রে ফেরার সময় দুর্ঘটনা বেশি ঘটে। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেও পুলিশের এই কর্মকর্তা বললেন নিয়ম মেনে গাড়ি চালালে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।
অবিশ্বাস্য হলেও সত্যি মেরামতচলা এসব গাড়ির টিকিট বিক্রি শেষ! ঈদের কয়েকদিন আগে পরিবহন কোম্পানিতে গাড়ি পৌঁছে দেয়ার কথা জানালেন গ্যারেজ মালিক।
সড়ক নিরাপদ করে প্রাণহানি কমাতে হলে কার্যকরী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনের সংস্কার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
পি
মন্তব্য করুন