ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

রাঘব বোয়ালদের নাম শিগগির প্রকাশ হবে: দুদক চেয়ারম্যান (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৮ ডিসেম্বর ২০১৯ , ০২:৫২ পিএম


ক্যাসিনোকাণ্ড, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জন মামলায় সম্প্রতি যারা গ্রেপ্তার হয়েছে ও  বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের রিমান্ড জিজ্ঞাসাবাদে অনেক রাঘব বোয়ালদের নাম এসেছে। তাদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। শিগগির তাদের নাম প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এমনটা জানালেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

রাজধানীর সেগুনবাগিচা দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স এগেইনস্ট করাপশান (র‌্যাক)  আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

বিজ্ঞাপন

দুদক চেয়ারম্যান বলেন, মানি লন্ডারিং মামলায় দুদকের জিরো টলারেন্স নীতি, এখন পর্যন্ত ৩৪টি মানি লন্ডারিং মামলায় শাস্তি প্রদান করা হয়েছে। শুধু রাজনীতিবিদ বা ব্যবসায়ী নন, সরকারি কর্মকর্তারা দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না। কোনো প্রভাব খাটিয়ে দুদক থেকে রেহাই পাওয়া যাবে না বলেও হুশিয়ারি দেন দুদক চেয়ারম্যান। 

এসজে/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |