ঢাকাশনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

আলোচিত শিশু বক্তা আদালতে স্বীকারোক্তি দিলেন

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ মে ২০২১ , ০৮:৪২ পিএম


loading/img
রফিকুল ইসলাম মাদানী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া আলোচিত সেই শিশু বক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানী আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ মে) গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহারের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রফিকুল ইসলাম।

আদালতে স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জ্যেষ্ঠ সহকারি কমিশনার শুভাশীষ ধর। 

বিজ্ঞাপন

গাজীপুর বোর্ড বাজার এলাকায় গত ১০ ফেব্রুয়ারি ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দেন রফিকুল ইসলাম। ওই ঘটনায় ৭ এপ্রিল রাতে গাছা থানায় র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

জ্যেষ্ঠ সহকারি কমিশনার শুভাশীষ ধর বলেন, গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের সময় চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইলে বেশকিছু বিদেশি পর্নোভিডিও পাওয়া গেছে। আটকের পরদিন রফিকুলকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় হস্তান্তর করে র‌্যাব।

বিজ্ঞাপন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |