• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সকালে উঠে নামাজ পড়ে নিজের চা নিজে বানিয়ে খাই: প্রধানমন্ত্রী (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:২০
Prime Minister in Parliament
সংসদে প্রধানমন্ত্রী

সকালে ঘুম ভাঙার পর জায়নামাজ খুঁজি। নামাজ পড়ে, তারপর নিজের চা নিজে বানিয়ে খাই। নিজের দৈনন্দিন কাজের বর্ণনা এভাবেই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সকালে ঘুম ভাঙার পর আগে জায়নামাজ খুঁজি। নামাজ পড়ি। তারপর নিজের চা নিজে বানিয়ে খাই। আমার ছোট বোন রেহানা আছে। যে আগে ওঠে সে চা বানায়। এখন আমার মেয়ে পুতুলও রয়েছে।

তিনি বলেন, এখন তো করোনাকালে নামাজ পড়ে, চা খেয়ে বই-টই পড়ার থাকলে পড়ি। আর একটু হাঁটাহাঁটি করি। গণভবনে একটা লেক আছে। সেই লেকের পাশে বসে মাছ ধরি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের বাবার শিক্ষা রিকশাওয়ালাকে আপনি করে বলতে হবে। ড্রাইভারকে সাহেব বলতে হবে। বাড়ির কাজের লোকজনকে হুকুম দেয়া যাবে না। আমরা সেই শিক্ষাই অর্জন করেছি। আমার বাসায় যারা কাজ করে তাদের কখনো হুকুম দেই না। বলি, আমাকে এটা করে দিতে পারবে? সেই শিক্ষাই জাতির পিতা আমাদের দিয়েছেন।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তি হবে একসঙ্গে: শিক্ষা উপদেষ্টা
শনির আখড়ায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
শেখ হাসিনার ‘নিশি রাতের ভোট’ নিয়ে অনুসন্ধানে দুদক
৪ দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান