১ ফেব্রুয়ারি থেকে ফের নাগরিক তথ্য সংগ্রহ শুরু

আরটিভি নিউজ

রোববার, ৩১ জানুয়ারি ২০২১ , ০৩:১৩ পিএম


Citizen information collection started again in Dhaka from tomorrow
ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাসরত সকল নাগরিকের তথ্য সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএসএম) এ অন্তর্ভুক্ত করার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো ১-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীতে ‘নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ’ ২০২১ পালিত হবে। আজ রোববার (৩১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ডিএমপি জানায়, অপরাধ প্রতিরোধ ও প্রতিকার এবং জননিরাপত্তা বিধানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাড়ি/স্থাপনা/প্রতিষ্ঠানের মালিক এবং ভাড়াটিয়াসহ রাজধানীতে বসবাসরত নাগরিকবৃন্দ সম্পর্কে সংগৃহীত তথ্য সংরক্ষণ এবং বৈজ্ঞানিক ব্যবহার নিশ্চিতকল্পে প্রণীত সিআইএমএস সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংরক্ষণ প্রক্রিয়া ইতিমধ্যে চলমান রয়েছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে ৩০৬টি বিটে বিভক্ত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সকল থানার বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্যাদি সফটওয়্যারে এন্ট্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

২০১৫ সাল থেকে ঢাকা মহানগর এলাকায় শুরু হয় বিট পুলিশিং প্রথা। অপরাধ ব্যবস্থাপনার জন্য নানাবিধ তথ্য সংগ্রহের অংশ হিসেবে মহানগরে বসবাসরত নাগরিকের তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবস্থাপনার লক্ষ্যে ২০১৬ সাল থেকে শুরু হয় নাগরিক তথ্য সংগ্রহের কার্যক্রম। তথ্যে বহুবিধ ব্যবহার নিশ্চিতকল্পে প্রস্তুত করা হয় সিআইএমএস। এর যাত্রা শুরু হয় ২০১৬ সালের ১ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন

নাগরিক তথ্য সংগ্রহ প্রক্রিয়াটি অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সহায়ক ভূমিকা পালন করে। তাছাড়া কোন অপরাধজনক ঘটনা ঘটলে নাগরিক তথ্য কাজে লাগিয়ে ঘটনার রহস্য উদঘাটন করা সহজ হয়।

সংশ্লিষ্ট থানার বিট অফিসারের মাধ্যমে নাগরিক তথ্য প্রদান ছাড়াও যে কেউ ঘরে বসেই মোবাইল অ্যাপসের মাধ্যমে নাগরিক তথ্য ফরম পূরণ করতে পারবেন।

যেভাবে সিআইএমএস মোবাইল অ্যাপসে নাগরিক তথ্য নিবন্ধন করা যাবে-

বিজ্ঞাপন

প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে সিআইএমএস ডিএমপি লিখে সার্চ দিয়ে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর লগইন অপশনে নিজের ফোন নম্বর দিয়ে নিবন্ধনে ক্লিক করতে হবে। এরপর একটি ভেরিফিকেশন কোড প্রদত্ত মোবাইল ফোনে পাঠানো হবে। ভেরিফিকেশন কোড অ্যাকটিভ করে পাসওয়ার্ড সেট করে লগইন করলে বিভিন্ন ক্যাটাগরি আসবে। এখান থেকে নিজের সম্পর্কিত অপশনটিতে ক্লিক করলে একটি ফরম আসবে। ফরমে প্রদত্ত ঘরে নিজের সকল তথ্য নির্ভুলভাবে পূরণ করে সাবমিট করলেই কাজ শেষ। তবে এক্ষেত্রে অবশ্যই ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। নিজের পূরণকৃত তথ্য সেন্ট্রাল ডাটাবেজে যুক্ত হওয়ার আগে থানার অফিসার ইনচার্জ প্রদত্ত তথ্য যাচাই বাছাই করে সঠিক থাকলে এ্যাপ্রুভাল দিলে সিআইএমএস এর মূল ডাটাবেজে তথ্য যুক্ত হবে। আর যদি কোন কারণে নিজের ফরম পূরণ অসম্পূর্ণ হয় বা তথ্যে ভুল থাকে সেক্ষেত্রে এসএমএস দিয়ে জানানো হবে।

ঢাকা মহানগরীকে নিরাপদ রাখতে সর্বদা সচেষ্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে রাজধানীতে বসবাসরত সকল নাগরিককে তথ্য দিয়ে সংশ্লিষ্ট থানার বিট অফিসারদের সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

কেএফ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission