চলতি বছরের ২১ জুলাই (বুধবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সে হিসেবে ২০, ২১ ও ২২ জুলাই ঈদুল আজহার ছুটি। এরপরের দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় টানা ৫ দিনের ছুটি মিলবে।
বিজ্ঞাপন
মন্ত্রিসভার অনুমোদিত ২০২১ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এবার ২১ জুলাই ঈদুল আজহা হিসেব করে ২০, ২১ ও ২২ জুলাই এই ৩ দিন ছুটি। ২৩ ও ২৪ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। ঈদ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ছুটি ৫ দিন।
বিজ্ঞাপন
চলতি ১৪৪২ হিজরি সন অনুযায়ী, ঈদুল আজহা জিলহজ মাসের ১০ তারিখে পড়েছে। আর জিলকদ মাস ২৯ দিনে শেষ হয়েছে সেজন্য এবারের ঈদুল আজহা ২১ জুলাই অনুষ্ঠিত হবে।
এমআই