শেখ হাসিনাকে ফেরাতে ঢাবি ভিসিকে বিপ্লবী ছাত্র পরিষদের স্মারকলিপি

আরটিভি নিউজ

রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ০৮:৩৪ পিএম


শেখ হাসিনাকে ফেরাতে ঢাবি ভিসিকে বিপ্লবী ছাত্র পরিষদের স্মারকলিপি

শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে স্মারকলিপি প্রদান করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।

বিজ্ঞাপন

রোববার (২০ ডিসেম্বর) বিকেলে ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেন তারা। 

স্মারকলিপিতে জুলাইয়ের বিপ্লবী ছাত্রদের গুপ্তহত্যায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা জড়িত দাবি করে তাকে ভারত সরকারের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফেরানোর দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া গুপ্তহত্যায় জড়িতদেরকে জঙ্গীদের মতো চিহ্নিত করে দমন করতে সরকারকে একটি বিশেষ বাহিনী গঠনেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

স্মারকলিপিতে আরও বলা হয়ে, গত ৫ আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো থাকলেও গোটা দেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমাবনতিশীল হয়ে পড়ছে। এ পর্যন্ত দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ তিনজন নিহত ও বহুসংখ্যক শিক্ষার্থী হত্যার হুমকি পেয়েছেন। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালেদ হাসান নিখোঁজ হয়েছেন। এ অবস্থায় ছাত্র-জনতার নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের কাছে পরিস্থিতি তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আহ্বান জানায় সংগঠনটি।

এ সময় ঢাবি ভিসি গুপ্তহত্যা বন্ধ করতে সরকার ও পুলিশকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।  পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তহবিল সঙ্কট থাকা সত্ত্বেও ছাত্রদের নিরাপত্তায় হল ফান্ড থেকে আবাসিক হলগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে বলেও আশ্বাস দেন তিনি। 

বিজ্ঞাপন

স্মারকলিপি দেওয়ার সময় বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ, যুগ্ম-আহ্বায়ক আশরাফ উল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সানোয়ারা খাতুন, যুগ্ম-আহ্বায়ক নিয়াজ আহমদ ও সদস্য সচিব মুহিব মুশফিক খান উপস্থিত ছিলেন। 

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission