ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বিদেশফেরত সন্দেহভাজনরা বিমানবন্দর থেকেই যাবেন সেনা তত্ত্বাবধানে

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ , ১১:১৩ পিএম


loading/img
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এখন থেকে বিদেশফেরত সন্দেহভাজন যাত্রীদের বিমানবন্দর থেকে সরাসরি সেনা তত্ত্বাবধানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশফেরত যেসব যাত্রীদের করোনা হয়েছে- এমন সন্দেহ করা হবে তাদের সরাসরি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

হস্তান্তরের পর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এসব যাত্রীকে বিমানবন্দর থেকে কোয়ারেন্টিন সেন্টারে স্থানান্তর, ডিজিটাল ডাটা এন্ট্রি কার্যক্রম সম্পন্ন, কোয়ারেন্টিন সেন্টারে থাকাকালীন সময়ে আহার, বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য আনুষাঙ্গিক সেবা প্রদানের ব্যবস্থা করা হবে। এ কর্মসূচি বাস্তবায়নে সেনাবাহিনীকে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়, সংস্থা, অধিদফতর ও বাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

প্রসঙ্গত, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে দু’টি কোয়ারেন্টিন সেন্টার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আশকোনার হাজি ক্যাম্প এবং উত্তরার ১৮ নম্বরের দিয়াবাড়ি সংলগ্ন রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্প। এখানেই  সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুটি কোয়ারেন্টিন সেন্টার পরিচালিত হবে।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |