• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

রাজধানীর মিরপুরে বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মে ২০২০, ১২:০৩
Road blockade of workers in the capital Mirpur demanding bonus
রাজধানীর মিরপুরে বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি পোশাক কারখানার শ্রমিকরা শতভাগ বোনাস দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে ওপেক্স গার্মেন্টস লিমিটেড এর শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ঈদের মাত্র সপ্তাহ খানেক বাকি। অথচ এখন পর্যন্ত তাদের বোনাস দেওয়া হয়নি। আর বেতন দেওয়া হয়েছে অর্ধেক। অনেক কারখানায় এরইমধ্যে শতভাগ বেতন-বোনাস দেওয়া হয়েছে। কিন্তু তাদেরকে অর্ধেক বোনাস দেওয়া হবে বলে মালিকপক্ষ জানিয়েছে। তাই অন্য কারখানার মতো তারাও শতভাগ ঈদ বোনাস চান।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে শ্রমিকরা জানান।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম জামান বলেন, মিরপুর ১৩ নম্বর সেকশনের প্রধান সড়কের এক পাশে শ্রমিকরা অবস্থান নিয়েছেন। অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। শতভাগ বোনাস দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। আমরা আলাপ-আলোচনা করে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছি।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার
মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ৬ চাঁদাবাজ গ্রেপ্তার
সোমবার রাজধানীতে যান চলাচলে বিশেষ নির্দেশনা   
বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি ও বোনাস