ঢাকাশনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

বিসিবির বোর্ড সভা সোমবার, আলোচনায় থাকবে যেসব বিষয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ০২:১১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চলতি মাসের শুরুতেই বোর্ড সভায় বসেছিলেন বিসিবি পরিচালকরা। মাস শেষ না হতেই আবারও বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আগামী ২৪ মার্চ (সোমবার) মিরপুর শেরে বাংলায় বিসিবি ভবনে দুপুর ১২টায় শুরু হবে বোর্ড মিটিং।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) বর্তমান কার্যনির্বাহী কমিটির ১৯তম বোর্ড সভা এটি। এদিন বেশ কয়েকটি বিষয় নিয়েই আলোচনায় বসবেন পরিচালকরা। 

যেখানে রয়েছে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর অনুমোদন নিয়ে আলোচনা। এ ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়ককে হবে তা নিয়েও আলোচনা হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া ক্রিকেটের আরো অন্য বিষয়বলি থাকবে আলোচনায়। বিশেষ করে পরবর্তী ঘরোয়া বা আন্তর্জাতিক টুর্নামেন্টের আলোচনা হতে পারে এবারের বৈঠকে।

এর আগের বৈঠকে খেলোয়াড়দের চুক্তিসহ, বিপিএলের মান ও ঘরোয়া ক্রিকেটকে এগিয়ে নিতে বেশকয়েকটি সাহসী সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |