• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ডিএমপির ডিবি ও ট্র্যাফিক বিভাগের পুনর্বিন্যাস, ২৮ ডিসি বদলি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জুন ২০২০, ২৩:৪৮
Reorganization of DMP's DB and Traffic Department, 26 DC transfer
ডিএমপির ডিবি ও ট্র্যাফিক বিভাগের পুনর্বিন্যাস, ২৮ ডিসি বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্র্যাফিক ও গোয়েন্দা বিভাগকে আটটি ভাগে ভাগ করে সেখানে একজন করে উপকমিশনার (ডিসি) পদায়ন করা হয়েছে। শনিবার (২০ জুন) ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের সই করা এক আদেশে ট্র্যাফিক ও গোয়েন্দা বিভাগকে পুনর্বিন্যাস করে কর্মকর্তা পদায়ন করা হয়।

এর আগে ট্র্যাফিক ও গোয়েন্দা বিভাগ পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ বিভাগ- এই চার ভাগে বিভক্ত ছিল। প্রত্যেক বিভাগে একজন করে মোট চারজন ডিসি ছিলেন। এখন সেখানে আটজন ডিসি হলেন। অর্থাৎ ট্র্যাফিকে আটজন এবং গোয়েন্দা বিভাগে আটজন ডিসি দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যম শাখার উপকমিশনার ওয়ালিদ হোসেন বলেন, ডিএমপিতে ক্রাইম বিভাগ অনুযায়ী গোয়েন্দা এবং ট্র্যাফিক বিভাগকে আটটি বিভাগে রূপান্তরিত করা হয়েছে। এখন থেকে আটজন উপ-পুলিশ কমিশনার দায়িত্ব পালন করবেন।

এ ব্যাপারে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, ‘ডিবির সাবেক দক্ষিণ ভেঙে লালবাগ ও রমনা। উত্তর ভেঙে গুলশান ও উত্তরা। পশ্চিম ভেঙে তেজগাঁও, মিরপুর এবং পূর্ব ভেঙে ওয়ারী ও মতিঝিল বিভাগ করা হয়েছে।
বিভাগগুলো হলো- গুলশান, উত্তরা, মিরপুর, তেজগাঁও, রমনা, লালবাগ, ওয়ারী ও মতিঝিল। এর ফলে এখন থেকে একটি বিভাগে তিন জন (ক্রাইম, ট্র্যাফিক ও গোয়েন্দা) করে ডিসি দায়িত্ব পালন করবেন।

শনিবার (২০ জুন) ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত অপর এক আদেশে ডিএমপির ২৮ জন উপ-কমিশনারকে (ডিসি) নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই সাহসী এএসআইকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার
শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করবে পুলিশ
পুলিশের সব ইউনিটে থাকবে একই পোশাক
পলাতক ওসি শাহ আলম সম্ভবত পাশের দেশে চলে গেছে: ডিএমপি কমিশনার