• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

করোনার চিকিৎসায় সরকারি কর্মচারীদের জন্য টেলিমেডিসিন সেবা চালু

আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২০, ২২:০৪
Corona treatment introduces telemedicine services for government employees
ফাইল ছবি

সরকারি কর্মচারীদের জন্য করোনাভাইরাসের চিকিৎসা ও পরামর্শ দেবার জন্য টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। ঢাকার ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে ওই হাসপাতালেই টেলিমেডিসিন সেবা দেয়া হবে।

আজ রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশে বলা হয়েছে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত টেলিমেডিসন সেবা পাওয়া যাবে।

সকাল ৮টা থেকে রাত ১০টা: ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. মো. হাম্মদ আলী ভূঁইয়া (০১৪০৪৪৩০৮২০), সহকারী সার্জন ডা. নাদিয়া ফেরদৌস (০১৪০৪৪৩২৫০২), জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. রুম্মানা শায়লা নুর (০১৯৩৫০৩৮৮২৫) এবং মেডিক্যাল অফিসার ডা. একেএম শাহনাওয়াজ (০১৭৭৪০০৩০৪৪)।

সকাল ৮টা থেকে দুপুর ২টা: জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. মো. শহিদুল ইসলাম (০১৪০৪৪৩০৮০৪), জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. ইশরাত জাহান (০১৪০৪৪৩০৮০৫), সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. রকিবুল ইসলাম মোল্লা (০১৪০৪৪৩০৮২২) ও সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. শেখ মোহাম্মদ শামসুজ্জামান (০১৪০৪৪৩০৮২৩)।

এছাড়াও, রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের ইমর্জেন্সি মোবাইল নম্বরে (০১৪০৪৪৩০৮০৩) যোগাযোগ করা যাবে।

করোনাভাইরাস সংক্রান্ত যে কোনও পরামর্শ বা চিকিৎসার জন্য সংশ্লিষ্ট সবাইকে যোগাযোগের অনুরোধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এরআগে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ, নমুনা পরীক্ষা ও চিকিৎসা চালু করা হয়।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত
ওষু‌ধের বাই‌রে খা‌লেদা জিয়ার চিকিৎসা নি‌য়ে পর্যা‌লোচনা চলছে: ডা. জাহিদ
বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পলাতক আসামি গ্রেপ্তার
বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর জন্য চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান