চিকিৎসা পেয়ে বনে ফিরল অসুস্থ বন্য হাতি

স্টাফ রিপোর্টার (শেরপুর), আরটিভি নিউজ

শুক্রবার, ০২ মে ২০২৫ , ০১:২৯ পিএম


চিকিৎসা পেয়ে বনে ফিরল অসুস্থ বন্য হাতি
ছবি: আরটিভি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবাড়ি পাহাড়ে নির্মাণাধীন নতুন পর্যটন এলাকার পাশে পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে পড়েছিল এক বন্য হাতি। পরে অসুস্থ ওই বন্যহাতিকে চিকিৎসা-সেবা দিয়েছে বন বিভাগ। চিকিৎসা দেওয়ার পর হাতিটি বনে ফিরে যায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ মে) উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকার গারো পাহাড়ের অভ্যন্তরে সকালে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়।  চিকিৎসা পেয়ে বিকেলে বনের গভীরে ফিরে গেছে হাতিটি।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের কাটাবাড়ি, বুরুঙ্গা, কালাপানি ও বাতকুচি এলাকাসহ পাহাড়ের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে ৩৫ থেকে ৪০টি বন্য হাতির একটি দল ঘুরে বেড়াচ্ছিল। অসুস্থতার কারণে একটি হাতি ওই দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বন বিভাগ গত তিন দিন থেকে অসুস্থ এই হাতিটির খোঁজ করছিল। অবশেষে বৃহস্পতিবার নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ি এলাকায় তার সন্ধান পাওয়া যায়। পরে চেতনানাশক দিয়ে আড়াই ঘণ্টা ধরে অসুস্থ হাতিটিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বন্য প্রাণী বিভাগের একটি বিশেষজ্ঞ দল প্রায় আড়াই ঘণ্টা ধরে অসুস্থ হাতিটিকে চিকিৎসা দেয়। হাতিটির সামনের ডান পায়ে ধারালো অস্ত্রের পুরোনো ক্ষত ছিল। ধারণা করা হচ্ছে, ১০-১২ দিন আগে কেউ সেটিকে বল্লমজাতীয় কিছু দিয়ে আঘাত করে থাকতে পারেন। ক্ষতটি পরিষ্কার করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং ব্যান্ডেজ করা হয়। পরে বিশেষ ইনজেকশন দিয়ে হাতিটিকে জাগিয়ে তোলা হয়। ২০ থেকে ২৫ মিনিট পর হাতিটি ধীরে ধীরে জঙ্গলের ভেতরে হেঁটে চলে যায়। আশা করা যাচ্ছে, খুব দ্রুতই হাতিটি সুস্থ হয়ে উঠবে।

Sherpur-_Elephant_picture-2-_01.05.2025_

হাতির চিকিৎসা ও অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসেন সাগর, গাজীপুর সাফারি পার্কের ল্যাব টেকনিশিয়ান আতিকুল ইসলাম ভূঁইয়া, সহকারী টেকনিশিয়ান মোস্তফা কামাল, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমীন, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সমশ্চূড়া বিট কর্মকর্তা কাউছার হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা।

বিজ্ঞাপন

মধুটিলা ইকো পার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী সাংবাদিকদের জানান, ১০ থেকে ১২ বছরের হাতিটির সামনের ডান পায়ে বল্লমের আঘাতে গভীর ক্ষত ছিল। এ কারণেই হাতিটি দলছুট হয়ে পড়েছিল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে জঙ্গলের ভিতরে একাই চলাফেরা করছিল। বনবিভাগের পক্ষ থেকে হাতিটির উপর নজরদারির পাশাপাশি প্রয়োজনে চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission