করোনার কারণে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ছয় পদক্ষেপ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বাড়তি বিদ্যুৎ বিল দ্রুত সংশোধনসহ বকেয়া হওয়া বিল আদায়ে ছয় দফা পদক্ষেপ নেয়া হয়েছে। বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ সোমবার (২৯ জুন) সংসদে উত্থাপিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি।
চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদকে জানান, দেশে করোনাভাইরাস পরিস্থিতিরি কারণে গত ২৬ মার্চ থেকে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা এবং এলাকাভিত্তিক লকডাউন কার্যকর হয়।
এ সময় গ্রাহকদের অসুবিধার কথা বিবেচনা করে আবাসিক গ্রাহকদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসের বিদ্যুৎ বিল সারচার্জ ছাড়া ৩০ জুনের মধ্যে পরিশোধের সুযোগ দেয়া হয়। যার ফলে অধিকাংশ গ্রাহক বিল পরিশোধ না করায় বিপুল পরিমাণে বকেয়ার সৃষ্টি হয়েছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, বকেয়া বিল আদায়ের লক্ষ্যে ছয়টি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তা হলো কয়েক মাসের ইউনিট একত্র করে একসঙ্গে অধিক ইউনিটের বিল না করা, প্রতি মাসের জন্য পৃথক পৃথক বিদ্যুৎ বিল তৈরি করা, একসঙ্গে অধিক ইউনিটের বিল করে উচ্চ ট্যারিফ চার্জ না করা, ত্রুটিপূর্ণ বা অতিরিক্ত বিল দ্রুত সংশোধন করা।
এছাড়া মে ২০২০ মাসের বিদ্যুৎ বিল (যা জুন মাসে তৈরি হচ্ছে) মিটার দেখে সঠিকভাবে প্রস্তুত করা এবং মোবাইল, বিকাশ, জি-পে, রবিক্যাশ, অনলাইনে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ সৃষ্টি করা।
আরও পড়ুন :
এমকে
মন্তব্য করুন