ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই অ্যাসোসিয়েশন ও সামাজিক সংগঠন ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড’ উদযাপন করল মহান বিজয় দিবস।
রাজধানীর বাংলামোটর রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত ‘ক্লাব হাউজ’-এ গত শুক্রবার (১৬ ডিসেম্বর) ক্লাবটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি ও পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ও এসকেআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম এবং সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনা করেন ম্যানেজমেন্ট বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গঠনে ক্লাবটির পক্ষ থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজের উদ্যোগ গ্রহণ করা হয়। সম্প্রতি করোনায় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও সাহায্য বিতরণ করেছে ক্লাবটি। ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের ক্লাব সদস্যদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সামাজিক দায়িত্ব পালন করে বাংলাদেশের অন্যতম সফল ও প্রতিষ্ঠিত ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে ক্লাবের পরিচালনা পরিষদ।