ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

নারায়ণগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ইলিয়াসের মৃত্যু

আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ মে ২০২৩ , ১০:২৫ এএম


loading/img
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ইলিয়াস আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুইজনে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ মে) রাত পৌনে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে ছয় জন এসেছিল। তাদের মধ্যে ইলিয়াস আলী নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। তার শরীরে ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

বিজ্ঞাপন

নিহতের বড় ভাই বলেন, বুধবার রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আমার ভাই দগ্ধ হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে আমার ভাই মারা যায়। আমাদের বাড়ি নারায়ণগঞ্জ সদর থানার পাগলা এলাকায়।

বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়। পরে শঙ্কর নামে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩) নামের চারজন চিকিৎসাধীন আছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |