রাজধানীর পল্লবীর ১২ নম্বর ডিওএইচএসের একটি বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আফরোজা আক্তার মিমি নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার বিকালে পল্লবীর ১২ নম্বর ডিওএইচএসের এভিনিউ-৩-এর ৩ নম্বর রোডে ঘটনাটি ঘটেছে বলে জানান পল্লবী থানার ওসি মাহফুজুর রহমান।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে মেয়েটি বাসার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। লাফ দেওয়ার পূর্বে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়েছে। লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
ওসি মাহফুজুর রহমান বলেন, নিহত আফরোজা মিরপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার সাইন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার আফসার উদ্দিনের মেয়ে।