ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কমলাপুর থেকে দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ যাত্রীদের

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ , ১১:২৪ এএম


loading/img
স্টেশনে থাকা অন বোর্ড স্ক্রিন

রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ট্রেনগুলো বিলম্বে ছাড়ছে বলে অভিযোগ করেছেন প্লাটপর্মে থাকা যাত্রীরা। তবে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সব ট্রেন নয়, মাত্র একটি ট্রেন বিলম্ব করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে স্টেশনে থাকা অন বোর্ড স্ক্রিনে দেখা গেছে, মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিকে কোনো প্লাটফর্ম নম্বর দেওয়া হয়নি।

অপরদিকে, চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেন সকাল ৮টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিকে কোনো প্লাটফর্ম দেওয়া হয়নি। রংপুরগামী রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিকেও কোনো প্লাটফর্ম দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বুধবার পয়েন্ট খারাপ থাকার কারণে বিলম্ব হলেও আজ বৃহস্পতিবার যথারীতি ট্রেন যাচ্ছে। আজকে শুধুমাত্র রংপুর এক্সপ্রেস ট্রেন লেট আছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |