ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

হাতিরপুলে ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে : ফায়ার সার্ভিস

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ , ০৯:২৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকার ছয়তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আড়াই ঘণ্টা ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক আগুন লাগা ভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা ৬টা চার মিনিটে আগুন লাগার সংবাদ পাই। রাত ৮টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এখনও পুরোপুরি নির্বাপণ হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে বা ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাপ করা সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর আমরা এ নিয়ে কাজ করব।

বিজ্ঞাপন

এর আগে, ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ছয়তলা ‘রাজ কমপ্লেক্স’ ভবনটির দ্বিতীয় তলায় আগুনের খবর পান। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও তিন ইউনিট বাড়ানো হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |