ঢাকাশুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

রাজধানীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মকর্তা নিহত

আরটিভি নিউজ

সোমবার, ২২ এপ্রিল ২০২৪ , ০১:১৪ এএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর ডেমরার মীরপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাহিনুর রহমান আকন্দ (৩৬) নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নিহতের মামা মোতাহার হোসেন গণমাধ্যমকে জানান, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ডেমরার মীরপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আমার ভাগ্নে গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমার ভাগ্নে একটি গার্মেন্টসে ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। শাহিনুর ময়মনসিংহের নান্দাইল থানার লংপুর গ্রামের মৃত আনিসুল হক আকন্দের ছেলে। বর্তমানে ডেমরার সারুলিয়া এলাকায় ভাড়াবাসায় থাকতো।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |