ঢাকাশনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

‘সিয়ামকে হেফাজতে নিয়েছে কলকাতা সিআইডি’

আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ জুন ২০২৪ , ১২:০৩ পিএম


loading/img
ফাইল ছবি

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় অভিযুক্ত নেপালে পালিয়ে থাকা সিয়ামকে হেফাজতে নিয়েছে কলকাতা সিআইডি। 

বিজ্ঞাপন

শুক্রবার (৭ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সিয়ামকে কলকাতা সিআইডি হেফাজতে নিয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। দুদেশের তদন্তরকারীদের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

কোরবানির পশুর হাট প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, অনুমোদন ছাড়া ফাঁকা জায়গায় হাট বসালে পশু জব্দ করা হবে। ফাঁকা জায়গা পেয়ে হাট বসালে সংশ্লিষ্টদেরও আটক করা হবে।

তিনি বলেন, আমরা সব ইজারাদারদের বলে দিয়েছি, তারা যে এলাকায় হাট করবে সেখানে যদি কোনো সংলগ্ন রাস্তা থেকে থাকে, কোনো অবস্থায় যেন গরু রাস্তার ওপরে না আসে। রাস্তার ওপর ট্রাক থেকে যেন গরু নামানো না হয়। হাটের সীমানা বাঁশের বেড়া দিয়ে চিহ্নিত করে রাখবে।

তিনি আরও বলেন, যদি সেটি না করে বা বাইরে হাট বসায় তাহলে আমরা ব্যবস্থা নেব। আমি মনে করি, অন্যান্যবার যা হয়েছে এবার সে রকম হওয়ার সম্ভাবনা নেই। এবার পুলিশের পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। পাশাপাশি সাইবার টহলও থাকবে।

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |