ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রাজধানীতে মালিকের গাড়িচাপায় দারোয়ানের মৃত্যুতে মামলা

আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪ , ০৩:২২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজধানীর পূর্ব রাজাবাজারে ভবন মালিকের গাড়িচাপায় দারোয়ান মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান।

তিনি জানান, সড়ক পরিবহন আইনে মামলা করেছেন নিহতের স্ত্রী। ঘটনার পর থেকেই পলাতক আছেন আসামি ইঞ্জিনিয়ার মফিদুল ইসলাম।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে প্রাইভেটকার নিয়ে বের হচ্ছিলেন ইঞ্জিনিয়ার মফিদুল ইসলাম। এ সময় দারোয়ান ফজলুল হক গ্যারেজের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের দরজার সামনে দাঁড়িয়ে থাকা ফজুলল হকের ওপরে উঠে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই মারা যান ফজলুল হক। মফিদুল ইসলাম বিআইডব্লিউটির সাবেক কর্মকর্তা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |