ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকা প্রকাশ, ঢাকার অবস্থান ষষ্ঠ

আরটিভি নিউজ

শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ০৭:০৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিশ্বের ৬০ শহরের মধ্যে পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহর হিসেবে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১০০ স্কোরের মধ্যে ঢাকার স্কোর ৮৯.৫০। অন্যদিকে শূন্য স্কোর নিয়ে নিরাপদ শহরের তালিকায় এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। 

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যবসায়িক ম্যাগাজিন ফোর্বসের পর্যটকদের জন্য অ্যাডভাইজার লিস্টে এ তথ্য উঠে এসেছে। 
 
এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ভেনেজুয়েলার শহর কারাকাস। আর পাকিস্তানের শহর করাচি রয়েছে দ্বিতীয় স্থানে।

কোনো শহরে অপরাধের ঝুঁকি, ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি, স্বাস্থ্যগত ঝুঁকি, অবকাঠামো নিরাপত্তা ঝুঁকি ও ডিজিটাল নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে এই র‌্যাংকিং নির্ধারণ করা হয়েছে। 

বিজ্ঞাপন

৯৩ দশমিক ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, ৯১ দশমিক ৬৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন শহর, ৯১ দশমিক ৫৪ পয়েন্ট পাওয়া নাইজেরিয়ার লাগোস চতুর্থ এবং ৯১ দশমিক ৪৯ পয়েন্ট পাওয়া ফিলিপাইনের ম্যানিলা শহর রয়েছে তালিকার পঞ্চম স্থানে।

বাংলাদেশের রাজধানী ঢাকা ৮৯ দশমিক ৫০ পয়েন্ট পেয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। সপ্তম স্থানে রয়েছে কলম্বিয়ার বোগোতা (৮৬ দশমিক ৭০ পয়েন্ট), অষ্টম স্থানে মিশরের কায়রো (৮৩ দশমিক ৪৪ পয়েন্ট), নবম স্থানে মেক্সিকোর মেক্সিকো সিটি (৮২ দশমিক ৪৩ পয়েন্ট) এবং দশম স্থানে রয়েছে ইকুয়েডরের শহর কুইটো (৮২ দশমিক শূন্য ২ পয়েন্ট)।

এ ছাড়া সবচেয়ে নিরাপদ শহরের স্বীকৃতি পেয়েছে নগররাষ্ট্র সিঙ্গাপুর। তারা ১০০ তে শূন্য পয়েন্ট পেয়ে শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে জাপানের টোকিও (১০ দশমিক ৭২ পয়েন্ট), তৃতীয় স্থানে কানাডার টরন্টো (১৩ দশমিক ৬০ পয়েন্ট), চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার সিডনি (২২ দশমিক ২৮ পয়েন্ট), পঞ্চম স্থানে সুইজারল্যান্ডের জুরিখ (২২ দশমিক ৯৭ পয়েন্ট)।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |