শিরোপা ছাড়াই একটি মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। তারপরও বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে ক্লাবটি। টানা চতুর্থবার ইউরোপের সফলতম ক্লাবের স্বীকৃতি পেল স্প্যানিশ জায়ান্টরা।
শুক্রবার (৩০ মে) যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ব্যবসাবিষয়ক ম্যাগাজিন ‘ফোর্বস’-এর প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে।
ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে গত বছর রিয়াল মাদ্রিদের মোট দাম (এন্টারপ্রাইজ ভ্যালু) ছুঁয়েছিল ৫০০ কোটি ইউরো। ক্লাবটির বর্তমান মূল্য ৬.৭৫ বিলিয়ন ডলার।
ফোর্বস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩-২৪ মৌসুমে রেকর্ড ১.১৩ বিলিয়ন ডলার রাজস্ব আয় করে রিয়াল। ক্লাবটির ইতিহাসে এই প্রথম এক মৌসুমে ১ বিলিয়ন ডলার আয়ের কীর্তি অর্জন করেছে স্প্যানিশ লা লিগার ক্লাবটি।
সব ধরনের খেলাধুলা মিলিয়েই বছরে ১০০ কোটি ডলার আয় করা ইতিহাসের দ্বিতীয় ক্লাব রিয়াল। এই কীর্তি গড়া অন্য ক্লাবটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) দল ডালাস কাউবয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, যাদের বর্তমান বাজারমূল্য ৬.৬ বিলিয়ন ডলার। ২০২৩-২৪ মৌসুমে দলটি ৮৩৪ মিলিয়ন ডলার আয় করেছিল। যদিও প্রিমিয়ার লিগে হতাশাজনক পারফরম্যান্স করে অষ্টম স্থানে থেকে লিগ শেষ করেছিল রেড ডেভিলরা।
লা লিগায় রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ফোর্বসের এ তালিকায় তৃতীয় স্থানে, যাদের মূল্য ৫.৬৫ বিলিয়ন ডলার। এরপর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব যথাক্রমে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি।
ফোর্বসের তথ্যমতে, শীর্ষ ১০ ক্লাবের মধ্যে ছয়টিই প্রিমিয়ার লিগের। জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফরাসি লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) পর এ তালিকায় এসেছে প্রিমিয়ার লিগের আরও তিন ক্লাব—আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার এবং চেলসি।
ফোর্বস আরও জানিয়েছে, বিশ্বের সবচেয়ে মূল্যবান ৩০টি ফুটবল দলের মোট মূল্য এখন ৭২ বিলিয়ন ডলারের বেশি, যার গড় মূল্য দাঁড়ায় ২.৪ বিলিয়ন ডলার। এটি ২০২৪ সালের রেকর্ড ২.২৬ বিলিয়নের চেয়েও ৫ শতাংশ বেশি।
আরটিভি/এসআর-টি