ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সহিংসতা

গর্তে লুকিয়ে থাকলেও প্রত্যেককে তুলে আনা হবে: ডিবিপ্রধান

আরটিভি নিউজ

রোববার, ২৮ জুলাই ২০২৪ , ০৩:২৮ পিএম


loading/img
সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা চালানো হামলাকারীরা গর্তে লুকিয়ে থাকলেও প্রত্যেককে খুঁজে আইনের আওতায় আনা হবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করেন ডিবির এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

রোববার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

পুলিশের এই কর্মকর্তা জানান, কোটা আন্দোলনকে পুঁজি করে নাশকতাকারীরা গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। মেট্রোরেলে সহিসংতার ঘটনার সঙ্গে অনেকের নাম পেয়েছি। নেতৃত্ব দেয়াদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছি। বাকিদেরও নাম ও নাম্বার আমাদের কাছে আছে। তারা কোথায় আছেন, তাদেরে সন্ধানে ডিবির টিম কাজ করছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন ছাত্রদলের নেতা দাবি করে হারুন অর রশীদ বলেন, এরা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের, বিজয় একাত্তর হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান বিজয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সহসভাপতি ফেরদৌস রুবেল।

হামলাকারীরা লুকিয়ে থেকে পার পাবে না। তাদেরকে ডিবি খুঁজছে। প্রত্যেককে গর্ত থেকে খুঁজে আইনের আওতায় নিয়ে আসব। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করব না, যোগ করেন ডিবির হারুন।
 
কোটা আন্দোলনের সমন্বয়কারীদের হেফাজতে নেয়ার বিষয়ে এ অতিরিক্ত কমিশনার বলেন, অপরাধ তদন্তের পাশাপাশি কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে তাকেও নিরাপত্তা দেয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |