সচিবালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর সচিবালয়ে একটি নির্মাণাধীন ভবনের ১৩ তলা থেকে পড়ে আব্দুস সামাদ (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলের দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আব্দুল মান্নান জানান, বিকেলের দিকে সচিবালয়ের নির্মাণাধীন ভবনের ১৩ তলায় সামাদ কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হন সামাদ। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
মন্তব্য করুন