• ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
logo

বনানী থেকে ২ কোটি টাকার বিদেশি মদ উদ্ধার

আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৫
মদ
সংগৃহীত

রাজধানীর বনানীর সুইট ড্রিম হোটেল থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ম্যানেজারসহ ৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ জনের একটি দল ৬ ঘণ্টা অভিযান চালায় হোটেলটিতে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক অতিরিক্ত ডিআইজি তানভীর মমতাজ জানান, সুইট ড্রিম হোটেলের হোটেলের ৫টি ফ্লোরে অভিযান চালানো হয়। অভিযানে ১ হাজার ৫৪২ কেন বিয়ার, ৯৮৪ বোতল বিদেশি মদ, ৪ লাখ টাকার বেশি নগদ টাকাসহ আনুমানিক ২ কোটি টাকার মালামাল জব্দ করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এখান থেকে বিভিন্ন স্থানে এসব মাদকদ্রব্য বিক্রি করা হতো।

প্রতিষ্ঠানের বারের লাইসেন্স আছে, তবে জব্দ মদগুলোর কোনো অনুমোদন ছিল না দাবি করে তিনি আরও জানান, ম্যানেজারসহ ৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

এর আগে ফেব্রুয়ারিতে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে এবং শর্ত ভঙ্গের দায়ে হোটেলটির লাইসেন্স বাতিল করেছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুম্মদের ওপর সাম্প্রদায়িক হামলায় রাবিতে প্রতিবাদ
৬ সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে
১০০ গ্যাস কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা
৬ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার