• ঢাকা শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১
logo

ঢাবিতে লিফট থেকে পড়ে কর্মকর্তার মৃত্যু

আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২৪, ১৯:৩৫
ঢাবিতে লিফট থেকে পড়ে কর্মকর্তার মৃত্যু
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোকারম ভবনের লিফট থেকে পড়ে মো. আব্দুল্লাহ (৫০) নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসের চারুকলা অনুষদের সিনিয়র সহকারী হিসেব পরিচালক ছিলেন। তিনি গাজীপুরের গাছা থানার কলেমশ্বর গ্রামের এসএম কাউসার উদ্দিনের ছেলে।

স্ত্রী ও তিন ছেলে-মেয়েকে নিয়ে গাজীপুরে থাকতেন তিনি। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অফিস করতেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাবির চারুকলা বিভাগের সহকারী রেজিস্টার মো. আলম ফারুক জানান, আজ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় মোকারম ভবনে ছাত্র-ছাত্রীদের সিট পড়েছিল। সকাল সাড়ে ১০টায় পরীক্ষা নিয়ন্ত্রকদের জন্য বরাদ্দ টাকা নিয়ে ভবনের ওপরে উঠতে লিফটে চাপ দেন আব্দুল্লাহ।

তিনি আরও বলেন, ওই ভবনের লিফট অনেক পুরনো ছিল, যেটা হাত দিয়ে টেনে খুলতে হয়। লিফট আসার আগেই আব্দুল্লাহ লিফটের দরজা হাত দিয়ে টেনে খুলে ভেতরে ঢুকেন, কিন্তু সে সময় লিফটের ফ্লোর না আসায় তিনি নিচে পড়ে যান। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল্লাহ স্ত্রী ও তিন ছেলে-মেয়েকে নিয়ে গাজীপুরে থাকতেন। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে অফিস করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছিল।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলের সাক্ষাৎ
ডেঙ্গুতে এক সপ্তাহে ৩২ জনের মৃত্যু, হাসপাতালে ৭২৪১
পরীক্ষাকেন্দ্রে মেয়ে, বাইরে অপেক্ষায় থাকা মায়ের মৃত্যু
মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু