• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

পৃথিবীর কোথাও শতভাগ অপরাধমুক্ত সমাজ পাবেন না: এসি নজরুল ইসলাম

আরটিভি নিউজ

  ২৩ ডিসেম্বর ২০২৪, ২২:১৬
পৃথিবীর কোথাও শতভাগ অপরাধমুক্ত সমাজ পাবেন না: এসি নজরুল ইসলাম
ছবি: সংগৃহীত

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, পৃথিবীর কোথাও শতভাগ অপরাধমুক্ত সমাজ পাবেন না, কিন্তু এই অপরাধটাকে কীভাবে সহনশীল পর্যায়ে নিয়ে আসা যায় সেই দায়িত্ব পুলিশের পাশাপাশি আমাদের সবার।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ইসিবি চত্বরে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও ক্যান্টনমেন্ট থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ঢাকা মহানগরীকে নিরাপত্তা বলয়ে রাখতে চাই মন্তব্য করে পুলিশ শুধু আপনাকে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়, আইনগতভাবেও বাধ্য। সমাজের যারা ভালো লোক তাদের আমরা রক্ষা করব কিন্তু খারাপদের জন্য আমরা কঠোর হব। আপনারা শুধু তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।

তিনি বলেন, পুলিশ সম্পর্কে যে ভয় রয়েছে সেটা ঊর্ধ্বে রেখে আপনাদের পুলিশি সেবাটা নিতে হবে। ৫ আগস্টের পরে ঢাকার অধিকাংশ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। এখন যারা এসেছেন তারা নতুন। কিন্তু যারা অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজি ওই মানুষগুলো কিন্তু রয়ে গেছে। তাদের সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। তাহলে আমরা সবাই নিরাপদ হব।

সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ববোধ রয়েছে। নিজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য নাগরিক হিসেবে আমাদের এই দায়িত্বটুকু পালন করতে হবে। আপনারা চান জনবান্ধব পুলিশ, আমরা চাই পুলিশবান্ধব জনগণ।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১২ কিলোমিটার ধাওয়া দিয়ে দুই ডাকাতকে ধরল পুলিশ
যে কারণে অপু বিশ্বাসের বাবা-মা চাননি সে পৃথিবীতে আসুক
বকশীগঞ্জে নাশকাতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২
জঙ্গলে পোড়ানো নারীর অর্ধগলিত লাশ উদ্ধার