• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

চারদিন পর সহ-সমন্বয়ক খালেদের মিলেছে সন্ধান 

আরটিভি নিউজ

  ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:৩০
চারদিন পর সহ-সমন্বয়ক খালেদের মিলেছে সন্ধান 
ছবি : সংগৃহীত

চারদিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান মিলেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ফিরলে শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যান। তবে গত ৪ দিন তিনি কোথায় বা কার সাথে ছিলেন তা এখনও জানা যায়নি।

এ ব্যাপারে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ বলেন, খালেদ মাত্রই হলে ফিরেছে। আমি তার রুমেই আছি। সে আপাতত চুপচাপ রয়েছে, কোনও কথা বলছে না। আপাতত ফ্রেশ হয়ে নিক, তারপর আমরা জানতে পারব সবকিছু।

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হয়ে আর ফিরেনি। ছেলের সন্ধানে বিভিন্ন জায়গায় চষে বেড়ান বাবা। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি খালিদের সন্ধান। খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় তার বাড়ি।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিদেশ যাওয়ার তারিখ চূড়ান্ত
সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’
ফুচকা কিনতে গিয়ে নিখোঁজ শিশু, এখনও মেলেনি সন্ধান
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া