• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

জয়ের আনন্দ নিয়ে হোটেলে ফিরে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৫, ১১:৫৩
খালেদ
ছবি- সংগৃহীত

চলমান বিপিএলের ২২তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছিল চিটাগং কিংস। এই ম্যাচে খুলনাকে ৪৫ রানে হারিয়েছে বন্দরনগরীর দলটি। যেখানে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন চিটাগং কিংসের পেসার খালেদ আহমেদ। কিন্তু দলের জয়ের দিনে দুঃসংবাদ পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে জয়ের আনন্দ নিয়ে হোটেলে ফেরার পর জানতে পারেন তার মা আর পৃথিবীতে নেই। খালেদের দল চিটাগং কিংস খালেদের মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে।

কিংস জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মারা গেছেন তার মা। খালেদের মা মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন তার ভাই জায়েদ আহমেদ।

খুলনার বিপক্ষে বল হাতে ২ উইকেট নিয়েছেন খালেদ। ৪ ওভারে ২৬ রান খরচায় ২টি উইকেট নেন এই পেসার। দলের দুর্বার পথচলায় খালেদও আছেন বেশ ছন্দে, ৫ ম্যাচে তার শিকার ৮ উইকেট।

খালেদের মার মৃত্যুর খবরটি জানিয়ে তার ভাই জায়েদ ফেসবুকে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখভরা মন নিয়ে জানাচ্ছি, আমার মা আর বেঁচে নেই, তিনি আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং হেদায়েতপ্রাপ্তদের মধ্যে জায়গা করে দেন। তাকে পূর্ববর্তী ঈমানদারদের মধ্যে স্থান দিন। আমাদের এবং তাকে ক্ষমা করুন।’

উল্লেখ্য, খালেদ আহমেদের বাড়ি সিলেটে। তিন দিন আগেও বিপিএলের জন্য সেখানেই ছিলেন তিনি। তবে চট্টগ্রামে পৌঁছে প্রথম ম্যাচের পরই শুনলেন দুঃসংবাদটা।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের প্রশংসা করল হিউম্যান রাইটস ওয়াচ
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত: ডা. জাহিদ হোসেন
নতুন মাহফিলের স্থান জানালেন আজহারী
কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ, আতঙ্কে সীমান্তবর্তীরা