ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

জয়ের আনন্দ নিয়ে হোটেলে ফিরে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ , ১১:৫৩ এএম


loading/img
ছবি- সংগৃহীত

চলমান বিপিএলের ২২তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছিল চিটাগং কিংস। এই ম্যাচে খুলনাকে ৪৫ রানে হারিয়েছে বন্দরনগরীর দলটি। যেখানে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন চিটাগং কিংসের পেসার খালেদ আহমেদ। কিন্তু দলের জয়ের দিনে দুঃসংবাদ পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে জয়ের আনন্দ নিয়ে হোটেলে ফেরার পর জানতে পারেন তার মা আর পৃথিবীতে নেই। খালেদের দল চিটাগং কিংস খালেদের মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে। 

কিংস জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মারা গেছেন তার মা। খালেদের মা মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন তার ভাই জায়েদ আহমেদ।

বিজ্ঞাপন

খুলনার বিপক্ষে বল হাতে ২ উইকেট নিয়েছেন খালেদ। ৪ ওভারে ২৬ রান খরচায় ২টি উইকেট নেন এই পেসার। দলের দুর্বার পথচলায় খালেদও আছেন বেশ ছন্দে, ৫ ম্যাচে তার শিকার ৮ উইকেট।

খালেদের মার মৃত্যুর খবরটি জানিয়ে তার ভাই জায়েদ ফেসবুকে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখভরা মন নিয়ে জানাচ্ছি, আমার মা আর বেঁচে নেই, তিনি আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং হেদায়েতপ্রাপ্তদের মধ্যে জায়গা করে দেন। তাকে পূর্ববর্তী ঈমানদারদের মধ্যে স্থান দিন। আমাদের এবং তাকে ক্ষমা করুন।’

উল্লেখ্য, খালেদ আহমেদের বাড়ি সিলেটে। তিন দিন আগেও বিপিএলের জন্য সেখানেই ছিলেন তিনি। তবে চট্টগ্রামে পৌঁছে প্রথম ম্যাচের পরই শুনলেন দুঃসংবাদটা।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |