• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী

আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:০৭
বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী
ফাইল ছবি

রাজধানীর বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৫ বছর বয়সী এক নারী। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে বাংলামোটর এলাকায় কনকর্ট টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ডিএমপির হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল।

তিনি বলেন, শুক্রবার দুপুরে বাংলামোটর কনকর্ট টাওয়ারের সামনে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হয়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ডিএমপির এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে বাংলামোটর এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতেন ওই নারী। তার পরিচয় নির্ণয়ে কাজ করছে সিআইডি ক্রাইম সিন ইউনিট।

আরটিভি/এসএইচএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় সড়ক অবরোধ
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস গ্রেপ্তার
প্রাণ গ্রুপে চাকরির সুযোগ, থাকবে যেসব সুবিধা
শিবচরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর