• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

রাজধানীতে ৫০টি চোরাই মোবাইল ফোনসহ গ্রেপ্তার ২  

আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৫, ২২:৪৫
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন মডেল থানা এলাকা হতে ৫০ টি চোরাই মোবাইল ফোনসেট উদ্ধারসহ চোরাই মোবাইল ফোন বেচা-কেনা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. নাদিম (৩৫) ও মো. সুজন প্রকাশ বাবু (২৪)। এ সময় তাদের হেফাজত হতে বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে পল্টন মডেল থানাধীন গুলিস্তানস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটের দক্ষিণ পাশের ফুটপাত এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পল্টন মডেল থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পল্টন মডেল থানাধীন গুলিস্থানস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটের দক্ষিণ পাশের ফুটপাতের ওপর কিছু ব্যক্তি চোরাই মোবাইল ফোনসেট বেচা-কেনার উদ্দেশে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত ৭টা ১৫ মিনিটে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নাদিম ও সুজন নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা ঢাকার গুলিস্তানসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট সংগ্রহ করে দীর্ঘদিন যাবৎ ঢাকার গুলিস্তানসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। গ্রেপ্তারকৃতরা মোবাইল ছিনতাই, চুরি ও চোরাই মোবাইল ফোন বেচা-কেনা চক্রের সক্রিয় সদস্য।

আরটিভি/এমএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহাজাদা গ্রেপ্তার
নাগেশ্বরীতে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার  
নদী দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা মোকাবিলায় এডিবির সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা
রাজধানীতে পেশাদার ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার