ঢাকামঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

লিনেক্স ইলেক্ট্রনিক্স বাজারে আনলো মারল্যাক্স ব্র্যান্ডের ‘মারল্যাক্স স্টার ফিচার ফোন’  

আরটিভি নিউজ

রোববার, ২৭ এপ্রিল ২০২৫ , ০৫:৩২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

লিনেক্স ইলেক্ট্রনিক্স বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের জন্য বাজারে নিয়ে এলো মারল্যাক্স ব্র্যান্ডের ‘মারল্যাক্স  স্টার ফিচার ফোন’। 

বিজ্ঞাপন

আর্কষণীয় ডিজাইনের মারলেক্স স্টার ফোনটিতে রয়েছে ২ ডিসপ্লে, মিডিয়াটেক চিপসেট, ডুয়ালসিম, ২৫০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি, স্বচ্ছ সাউন্ডের ২৬ ⌀২৬ স্পিকার, জোরালো আলোর টর্চ লাইট, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, এফএম, ১০০০ ফোনবুক ও অন্যান্য ফিচার। 

আধুনিক প্রযুক্তিতে তৈরি স্টাইলিশ লুকের ‘মারল্যাক্স  স্টার ফিচার ফোন’ সবার জন্য শতভাগ ব্যবহার উপযোগী।
 
লিনেক্স ইলেক্ট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ইন্জিনিয়ার জনাব মো. নাহিদুল ইসলাম বলেন, আমরা অত্যন্তই আনন্দিত যে, মারল্যাক্স ব্র্যান্ডের মারল্যাক্স স্টার ফিচার ফোনটি গ্রাহকদের জন্য বাজারে নিয়ে আসতে পেরেছি। গ্রাহক সেবা আমাদের মূল লক্ষ্য, সেক্ষেত্রে সর্বস্তরের গ্রাহক এই ফোনটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে।

বিজ্ঞাপন

‘মারলেক্স স্টার ফিচার ফোন’ লিনেক্স ইলেক্ট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের অনন্য সংযোজন।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |