ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ আসাদুজ্জামান গ্রেপ্তার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ , ১০:৪৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, আওয়ামী সরকারের আমলে হিরু নিজেকে ওবায়দুল কাদেরের পালিত ছেলে হিসেবে পরিচয় দিতেন। এ পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে টেন্ডার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

বিজ্ঞাপন

এ ছাড়া ওবায়দুল কাদেরের অবৈধ অর্থ তার মাধ্যমে লেনদেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানেরও অভিযোগ রয়েছে হিরুর বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, ওবায়দুল কাদেরের পালিত ছেলে বলে পরিচয়দানকারী হিরুকে গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি স্পেশাল টিম গ্রেপ্তার করে। ইতোমধ্যে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে। দ্রুতই আদালতে সোপর্দ করে তার রিমান্ড চাওয়া হবে।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |