• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মেডিকেল শিক্ষার্থীদের 

আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৫, ১৬:৪৪

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ‘অযৌক্তিক’ কোটা ব্যবস্থার নিরসন ও ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় তা প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটাধারীদের আজ রাত ৮টার মধ্যে বাদ দিতে হবে। অন্যথায় মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বেলা ১২টার দিকে এ হুঁশিয়ারি দেন তারা।

মেডিকেলে কোনো মুক্তিযুদ্ধ কোটা শিক্ষার্থীরা চান না উল্লেখ করে বলেন, পুরো পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। এদিকে, পরীক্ষার পর উত্তরসহ ফলাফল প্রকাশের দাবি করেন শিক্ষার্থীরা।

এদিকে, মেডিকেল শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ভর্তি পরীক্ষা ও চাকুরিসহ সকল পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা চিরতরে বাতিলের দাবি জানান।

বর্তমানে, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য ২ শতাংশ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ কোটা সংরক্ষিত আছে। সে অনুযায়ী রোববার মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ।

আরটিভি/এআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
মিশরে বাস দুর্ঘটনায় ১২ মেডিকেল শিক্ষার্থী নিহত, আহত ৩৩
মুক্তিযোদ্ধা কোটার শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ
প্রাথমিকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া শিক্ষকদের তালিকা হচ্ছে