ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সেই সাহসী এএসআইকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

আরটিভি নিউজ

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ , ০৮:৫৮ এএম


loading/img

ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে সম্প্রতি চিহ্নিত এক চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. মেসবাহ উদ্দিন। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। এবার বীরত্বপূর্ণ এই কাজের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তাকে পুরস্কৃত করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে তিনি এএসআই মেসবাহ উদ্দিনকে পুরস্কৃত করেন। 

এ সময় ডিএমপি কমিশনার তার হাতে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার তুলে দেন ও তার সাহসিকতাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন। সঙ্গে এ-ও বলেন, মেসবাহ উদ্দিনের এমন কর্ম অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ভাটারা থানার জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়ে নিজ জীবনের ঝুঁকি নিয়ে ভাটারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারী মো. মোবারক হোসেন নাফিজকে গ্রেপ্তার করেন এএসআই মো. মেসবাহ উদ্দিন।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |