• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

সেই সাহসী এএসআইকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৫৮

ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে সম্প্রতি চিহ্নিত এক চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. মেসবাহ উদ্দিন। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। এবার বীরত্বপূর্ণ এই কাজের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তাকে পুরস্কৃত করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে তিনি এএসআই মেসবাহ উদ্দিনকে পুরস্কৃত করেন।

এ সময় ডিএমপি কমিশনার তার হাতে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার তুলে দেন ও তার সাহসিকতাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন। সঙ্গে এ-ও বলেন, মেসবাহ উদ্দিনের এমন কর্ম অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয়।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ভাটারা থানার জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়ে নিজ জীবনের ঝুঁকি নিয়ে ভাটারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারী মো. মোবারক হোসেন নাফিজকে গ্রেপ্তার করেন এএসআই মো. মেসবাহ উদ্দিন।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ লাখ টাকার বিনিময়ে কলেজছাত্রীকে ডিভোর্স দিলেন এএসআই!
পলাতক ওসি শাহ আলম সম্ভবত পাশের দেশে চলে গেছে: ডিএমপি কমিশনার
চট্টগ্রামে মাদকসহ পুলিশের এএসআই গ্রেপ্তার
ছুরিকাঘাত সত্ত্বেও জীবনবাজি রেখে চাঁদাবাজ ধরলেন এএসআই