• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

শনির আখড়ায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ২২:৪২

রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় নিজবাসায় এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বেলা ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীর নাম- শারমিন আক্তার পপি (২০)। তিনি রাজধানীর শনির আখড়া কাজিরগাঁও এলাকার আব্দুস সোবহানের মেয়ে। পপি শনির আখড়া নবারুণ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

মৃতের বাবা আব্দুস সোবাহান বলেন, এক যুবক সম্পর্ক করতে চাইত, আমার মেয়ে এ বিষয়ে পাত্তা দিত না। গতকাল বাংলামোটর রূপায়ন টাওয়ারে পারিবারিক এক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ওই ছেলে গিয়ে শারমিনের সাথে খারাপ ব্যবহার করে। মারধর করে তার হাত থেকে মোবাইল কেড়ে নেয়।

‘তবে ওই ছেলের নাম বলতে পারেননি স্বজনরা। সেই অভিমানে আজ দুপুরে সবার অগোচরে বাসায় নিজের রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁসি দেয়। দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বলেছে, সে মারা গেছে।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আরটিভি/একে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান
অপপ্রচারে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা, সিদ্ধান্ত বাতিল মাউশির
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো ইতালি
মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে কিশোরের আত্মহত্যা